জেলার সংবাদ

প্রতারণা মামলায় কারাবন্দি আসামির চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৩ , ৩:৫৩:৩২ প্রিন্ট সংস্করণ

Img20230709155117

 কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রতারনা মামলার আটক তরিকুল ইসলাম কাবুল (৪৮) নামের এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মৃত কাবুল বরগুনা সদর থানার মোস্তফা সর্দারের ছেলে। সে মিরপুর এলাকায় মাল্টিপারপাস ব্যবসা পরিচালনা করত।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মৃত কাবুল মিরপুর মডেল থানার একটি প্রতারণা মামলায় ২১অক্টোবর থেকে কারাবন্দী ছিল। গত মঙ্গলবার রাতে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে পরীক্ষা নিরীক্ষা  শেষে হাসপাতালে ভর্তি রাখে। আজ তার মৃত্যু হয়েছে,মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর

Sponsered content