প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৩ , ৫:০৭:৪৫ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ৫ টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ২৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনিসুর রহমান । এদিন ঋণ খেলাপিসহ মোট ১২ জনের মনোনয়ন পত্র বাতিল এবং ৬ জনের মনোনয়ন পত্র স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঢাকা-২ আসলে আওয়ামী লীগ প্রার্থী কামরুল ইসলাম ও জাতীয় পার্টি প্রার্থী শাকিল আহমেদ শাকিল এবং ঢাকা-৩ আসনে আওয়ামী লীগ সমর্থিত নসরুল হামিদ বিপু ও জাতীয় পার্টির রমজান আলী ভূঁইয়া সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।ঢাকা জেলায় মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলো।
উল্লেখ্য:ঢাকা জেলার পাঁচটি আসনের প্রতিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনয়ন বৈধ হয়েছে। মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা আগামী ১৫ই ডিসেম্বর এর মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন।