প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৩ , ৩:১৫:৪২ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক:সময়ের আলোচিত বগুড়ার যুবক আশরাফুল আলম ওরফে হিরো আলম মনে করেন জায়েদ খান তার ডিগবাজি নকল করেছে।আগে জায়েদ খান এরকম করতো না, ইদানীং তার পাগলামিটা বেড়ে গেছে।
গত বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে সুপ্রিম পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিলের পর রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
হিরো আলম বলেন,আমি তো আগে অনেক সিনেমায় ডিগবাজি দিতাম, এখন সে সেটা নকল করতেই পারে।আমি দুবাই গেছিলাম আরাভ খানের শো রুম উদ্বোধন করতে। সেখানে আরাভ আমাকে বলতেছিল জায়েদ খান তো তোমাকে নকল করে।সে তোমার ডিগবাজি নকল করে। আমি বললাম সেটা তার ব্যক্তিগত ব্যাপার।
উল্লেখ্য : ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। অন্যদিকে বরাবরই আলোচনায় থাকেন হিরো আলম।অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তার কাজগুলো প্রকাশ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।