প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৩ , ৫:৪৭:৪০ প্রিন্ট সংস্করণ
সীতাকুন্ড প্রতিনিধিঃ চট্টগ্রাম সীতাকুণ্ডে অবরোধ সমর্থনে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় বাঁশবাড়ীয়া এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে যুবদল নেতা শাহাদাত বলেন, স্বৈরাচার সরকার শেখ হাসিনা পদত্যাগ ও দেশে নিরপেক্ষ সরকার নির্বাচনের জন্য আমরা রাজপথে আছি। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে যাবো না।বক্তব্যকালে তিনি বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি করেন। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর মুক্তির জোড় দাবী করেন এবং কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের বিরুদ্ধে মিথ্যা ফরমায়েশী রায়। এসব রায় প্রত্যাক্ষান করে যুবদল নেতাদের মুক্তি দাবী করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের নেতা ইমাম হোসেন রানা,মোঃ জাবেদ,মোঃ রুবেল,মোঃ মাসুদ প্রমুখ।