জাতীয়

বিএনপির বেশকিছু কেন্দ্রীয় নেতা নির্বাচনে অংশগ্রহণ করবে: ওবায়দুল কাদের 

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৩ , ৮:২৫:০৭ প্রিন্ট সংস্করণ

Img 20231201 202425

নিউজ ডেস্ক: বিএনপি দল হিসেবে নির্বাচনে অংশ না নিলেও তাদের ১৫ কেন্দ্রীয় নেতাসহ ৩০ জন সাবেক এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, কারো কথায় বা বাধায় নির্বাচনের ট্রেন থেমে থাকবে না।একটা উৎসবমুখর পরিবেশে সারা দেশে নির্বাচন হতে যাচ্ছে। দু-একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিল কিনা, তার চেয়ে জনগণের অংশগ্রহণটা কেমন, সেটা বেশি করে ভাববার বিষয়।

তিনি আরও বলেন শরিকদের সঙ্গে আসন সমঝোতাসহ স্বতন্ত্র প্রার্থীদের ‘দলীয় শৃঙ্খলা বজায় রেখে সমন্বয় হবে। ১৬ ডিসেম্বর পর্যন্ত পর্যবেক্ষণ করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। দলের স্বতন্ত্র প্রার্থীরাও ঢালাওভাবে নির্বাচন করতে পারবে না।’

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content