প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৩ , ৭:১৪:৩৩ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি:আলিয়ঁস ফ্রঁসেজ এর আয়োজনে ঢাকার কেরানীগঞ্জে নদীর ঐতিহ্য,পুরান ঢাকা থেকে শেখা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে ।
মঙ্গলবার (২৮ নভেম্বর ) সন্ধ্যার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরায় হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ফ্রান্সের বিশিষ্ট স্থপতি ক্লাউদিও সেকি এবং ভারতের বিখ্যাত স্থাপত্য পরামর্শক কমলিকা বোসের নেতৃত্বে কর্মশালায় মুম্বাই,প্যারিস এবং ঢাকার স্থাপত্যবিদ্যার ৪৯ জন শিক্ষার্থীদের গবেষণামূলক কাজ প্রদর্শিত হবে।
প্রদর্শনীতে সৃজনশীল কাজের প্রদর্শনের চেয়ে, বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে পুরান ঢাকার ইতিহাস সংস্কৃতি ও বুড়িগঙ্গা নদীর তীরবর্তী মানুষের ইতিহাস তরুণ স্থপতিদের অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।সপ্তাহব্যাপী হওয়া প্রদর্শনীটি সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এ সময় কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেন সাকু,আলিয়ঁস ফ্রঁসেজ এর স্থপতি লুইস লোপেজ,ম্যাথিউ লুকাস,মনিকা লিবারাত সান্দ্রা, অধ্যাপক হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক রাফি হোসেন উপস্থিত ছিলেন।