জাতীয়

বাসের পর এবার ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৩ , ১:৩৮:৩৩ প্রিন্ট সংস্করণ

Img 20231123 013736

নিউজ ডেস্ক: বিএনপির ডাকা ষষ্ঠ ধাপের অবরোধের প্রথম দিনে বাসের পর এবার ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা।বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সিলেটে রেলওয়ে স্টেশনে দাড়িয়ে থাকা উপবন ট্রেনে আগুন দেয়ার ঘটনা ঘটে।

ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশনের মাস্টার আবু নাসের মোহাম্মদ রাসেল।

আগুনের খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইলিয়াস শরীফ,সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অবস) মাসুদ রানা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন

স্টেশন সূত্রে জানা গেছে,‘রাত সাড়ে ৭টার দিকে ট্রেনটি প্রবেশ করে জয়ন্তিকা এক্সপ্রেস হিসেবে। পরবর্তীতে ১ নং প্ল্যাটফর্ম থেকে ৩ নং প্ল্যাটফর্মে নেয়া হয় এবং তা উপবন এক্সপ্রেসে হিসেবে ঢাকায় যাওয়ার কথা ছিলো। রাত সাড়ে নয়টার দিকে ট্রেনের ‘খ’ বগিতে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২৩টি সিট পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি বগিতে হঠাৎ ধোঁয়া দেখে রেলওয়ের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আধাঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

এ ব্যাপারে সিলেট রেলওয়ের পুলিশ সুপার (এডিশনাল ডিআইজিপদে পদন্নোতি প্রাপ্ত) শেখ শরিফুল ইসলাম জানান, ‘রাত সাড়ে ৯ টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসে আগুন দেখতে পেয়ে রেলওয়ে সংশ্লিষ্ট লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় স্টেশনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে যান। আগুনে খ-বগির প্রায় ২৩ টি সিট পুড়ে যায়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পেট্রল দিয়ে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরও খবর

Sponsered content