অপরাধ

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

  প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৩ , ৭:২০:২৮ প্রিন্ট সংস্করণ

Img 20231122 192001

নিউজ ডেস্ক: চাচাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাতিজা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেন (৩৫)কে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যাকান্ডে নিহত শাহাদাত সাতকানিয়া ছদাহা ইউনিয়নের রোয়াজির পাড়ার মো. ইউনুসের ছেলে। সে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

এ ঘটনায় তারেক নামের একজনকে জিজ্ঞাসা করার জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের মিঠাদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান জানান,পূর্ব শত্রুতার জের ধরে দুইপক্ষের মধ্যে মারামারিতে শাহাদাত হোসেন মারা গেছেন। তিনি ছুরিকাঘাতে খুন হন। এ ঘটনায় হামলাকারী তারেক পুলিশ হেফাজতে রয়েছে। তার মাথায়ও ছুরিকাঘাত থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার নিয়ে আসলে মামলা রেকর্ড হবে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, খুনের শিকার শাহাদাত মিঠাদীঘি এলাকায় একটি মুদি দোকান চালান। শাহাদাতের চাচা আবু তালেব গ্রামের বাড়িতে নৈশপ্রহরীর কাজ করেন। সোমবার রাতে তারেকসহ কয়েকজন মিলে আবু তালেবকে উত্যক্ত করে ক্ষেপানোর চেষ্টা করে। এতে আবু তালেব তাদের গালমন্দ করেন। এ সময় তারেকসহ তার সঙ্গে থাকা লোকজন আবু তালেবকে ইট ছুঁড়ে মারে। এ ঘটনায় তালেব সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দেন।

 

পরে মঙ্গলবার রাতে মিঠাদীঘি এলাকায় তারেককে দেখে শাহাদাত তার চাচা আবু তালেবকে মারধরের কারণ জানতে চান । এতে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় তারেক শাহাদাতকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে শাহাদাতের দুইভাই ঘটনাস্থলে গিয়ে তারেককেও ছুরিকাঘাত করে।

 

এ সময় স্থানীয় লোকজন শাহাদাত ও তারেককে উদ্ধার করে কেরানিরহাট আশশেফা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন এবং তারেককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

 

আরও খবর

Sponsered content