জাতীয়

এ বছর শীতের প্রকোপ কেমন হবে জানালো আবহাওয়া অফিস

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৩ , ১:২২:৫১ প্রিন্ট সংস্করণ

Images (46)

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মিথিলির কারণে আবহাওয়া খারাপ থাকায় কিছুটা ঠান্ডা অনুভূত হলে ব্যবসায়ীদের মনে আসার সঞ্চার জেগেছিল।

এবার শীতের প্রকোপ দ্রুতই শুরু হবে এবং ব্যবসা ভালো হবে এমনটাই আশা করছিলেন ব্যবসায়ীরা। তবে সে আশায় গুড়ে বালি ব্যবসায়ীদের হতাশ করে আবহাওয়া অধিদপ্তর বলছে, এবার শীতকাল কিছুটা দেরিতে শুরু হতে পারে এবং শীতের প্রকোপও কম হতে পারে।

ঋতু পরিক্রমায় পৌষ ও মাঘ মাস (ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি) শীতকাল হলেও সাধারণত মাস খানেক আগে থেকেই দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ শুরু হয়। কিন্তু সেই হিসাবে এখনো তেমন দেখা যাচ্ছে না শীতের দাপট।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, এ বছর শীত কিছুটা কম থাকতে পারে।কিছুদিন আগেই ঘূর্ণিঝড় মিধিলি হয়ে গেল। সেটা একটা সময় দুর্বল হয়ে গেলেও এর সঙ্গে আসা জলীয় বাষ্প কিন্তু রয়ে গেছে। যে কারণে এখনো শীত সেভাবে জেঁকে বসেনি।

তিনি বলেন, এ বছর ইতোমধ্যে তিনটি ঘূর্ণিঝড় হয়ে গেছে। মে মাসে মোখা, অক্টোবরে হামুন এবং চলতি নভেম্বরে মিধিলি হয়ে গেল। পরপর দুই মাসে দুটি ঘূর্ণিঝড় হলো। এদিকে সাগরে তাপমাত্রা বেশি রয়েছে। আন্তর্জাতিকভাবেও তাপমাত্রার পরিমাণ বেশি। অক্টোবর মাস আন্তর্জাতিকভাবেই উষ্ণতম মাস। তখনই ঘূর্ণিঝড় হলো।

তবে আমাদের দেশে সাধারণত নভেম্বর থেকে কিছু অঞ্চলে শীতের আমেজ অনুভব হয়। কিন্তু এবার তার ব্যতিক্রম। নভেম্বরের এখন ২০ তারিখ হলেও এখনো সেভাবে শীত পড়া শুরু হয়নি, উষ্ণ আবহাওয়া দেখা যাচ্ছে। তিনটি ঘূর্ণিঝড় হয়ে গেল, সম্প্রতি হয়ে গেল মিধিলি―কিন্তু এখনো বাতাসে জলীয় বাষ্প রয়ে গেছে। এই জলীয় বাষ্প কাটতে আরও সময় লাগবে। এরমধ্যে আবার সাগরে লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।অন্যান্য বছর এই সময়ে দেশের উত্তরাঞ্চলে শীত পড়লেও এসব কারণে এখনো এবার শীত পড়েনি। সার্বিকভাবে এবার পুরো শীত ঋতুতেই স্বাভাবিকের থেকে শীতের প্রকোপ কম থাকার সম্ভাবনা রয়েছে

আরও খবর

Sponsered content