নিউজ ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার এলাকায় মেডিসিন মার্কেটে আগুন লাগার ঘটনার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার (২০ নভেম্বর) রাত এগারোটায় আগুন লাগার খবর নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান। তিনি জানান, সোমবার রাত ১০টা ২২ মিনিটে বাবুবাজারে সরদার মেডিসিন মার্কেটে আগুন লাগার খবর আসে। এরপর সেখানে সদরঘাট ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুইটি ইউনিট ছুটে গেছে। তারা কাজ করছেন। এখনো হতাহাতের কোন খবর পাওয়া যায়নি।
তবে আগুনের সূত্রপাত কীভাবে ও ক্ষয়ক্ষতির পরিমাণ কি তা আগুন নিভানোর পর জানা যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।