জেলার সংবাদ

বুড়িগঙ্গা ডুবে নিখোঁজ, দুইদিন পর লাশ উদ্ধার

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৩ , ১:০০:১০ প্রিন্ট সংস্করণ

0Shares
Img20230614135532 01

কেরানীগঞ্জ (ঢাকা) : বুড়িগঙ্গায় কচুরিপানার সাথে ভাসমান অবস্থায় খোকন রাঢ়ী (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। খোকন রাঢ়ী ভোলা সদর থানার চরশিপুলিয়া গ্রামের মোতালেব রাঢ়ীর ছেলে। সে জুরাইন মাদ্রাসা রোড এলাকায় ভাড়ায় বসবাস করত এবং স্থানীয় একটি হোটেলে কর্মচারী ছিল।

সোমবার সকাল সাড়ে দশটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ কার্নিভাল ক্রুজঘাটের পাশ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে নৌ পুলিশ।

সদরঘাট নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কালাম জানান,গত শনিবার সকাল নয়টার দিকে খোকন রাঢ়ী স্ত্রীকে নিয়ে এক আত্মীয়কে লঞ্চে উঠিয়ে দিতে এসে লঞ্চ ছেড়ে দিলে, লঞ্চ থেকে ডিঙ্গি নৌকায় নামতে গিয়ে নৌকা উল্টে দুজনেই নদীতে পড়ে যায়।পরে নৌকা মাঝি অন্যান্য মাঝিদের সহায়তায় স্ত্রীকে উদ্ধার করতে পারলেও স্বামী নদীতে ডুবে নিখোঁজ হয়। তাৎক্ষণিক নৌ পুলিশ খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের সহায়তা উদ্ধার অভিযান পরিচালনা করেও নিখোঁজের কোন সন্ধান পাওয়া যায়নি।পরবর্তীতে আজ সকালে মীরেরবাগ এলাকায় কচুরিপানার সাথে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করলে,নিখোঁজের স্বজনরা এসে এটা খোকন রাঢ়ীর লাশ বলে শনাক্ত করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

0Shares

আরও খবর

Sponsered content