প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৩ , ৭:১৭:৫৪ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) :ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক মোকদম আলী(৫০) নামের এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মৃত মোকদম আলী মানিকগঞ্জের সিঙ্গাইর গোলাই বাংগা বাজার মোড় এলাকার দারোগা আলীর ছেলে। সে চেক প্রতারণা মামলায় এক বছর বছরের দন্ডপ্রাপ্ত ছিল।
রবিবার (১৯ নভেম্বর ) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলা ৫০১নং ওয়ার্ডে ভর্তি থাকাকালীন কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মৃত মোকদম আলীকে গত ১০ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।এরপর তাকে বেশ কয়েকবার চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । সর্বশেষ গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে কারাগারের ভিতরে হঠাৎ স্টোক করলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোকদম আলীকে হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দেন। হাসপাতালে ভর্তি অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে। মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।