জাতীয়

কানাডায় বঙ্গবন্ধু হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীর সন্ধান

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৩ , ৩:০৮:৪৮ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20231118 145829

নিউজ ডেস্ক:অবশেষে কানাডায় আত্মগোপনে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি এবং বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীর সন্ধান পাওয়া গেছে। কানাডার রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।প্রথমবার যার দেখা পাওয়া গেল ক্যামেরায়।প্রতিবেদনে টরন্টোর নিজ ফ্লাটের ব্যালকনিতে গাছের পরিচর্যা করতে দেখা গেছে নূর চৌধুরীকে। এর কিছুক্ষণ পর গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় নূর চৌধুরীকে ড্রাইভিং সিটে বসে থাকা অবস্থায় দেখা যায়। কিন্তু প্রতিবেদকের সঙ্গে কথা না বলে দ্রুত গাড়ি চালিয়ে চলে যান তিনি।

দীর্ঘদিন অনুসরণ করে তাকে খুঁজে বের করেছে ফিফথ স্টেটের অনুসন্ধানী দল।বাংলাদেশ সময় শুক্রবার মধ্য রাতে দ্য ফিফথ স্টেট’ এ ‘দ্য অ্যাসাসিন নেক্সট ডোর’ শিরোনামের ৪২ মিনিটের এই প্রতিবেদনটি প্রচারিত হয়

 

 

টরোন্টো থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরের ছোট্ট এলাকা ইটোবিকো। এখানেই একটি কনডোমিনিয়ামের তিনতলায় থাকেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। কানাডায় মুক্তভাবে জীবনযাপন করা এই বৃদ্ধই বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ম্যান, নূর চৌধুরী। তিনি প্রতিদিনই পড়ন্ত বিকেলে ব্যালকনিতে ফুলের পরিচর্যা করতে আসেন।

 

কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার বলেছেন,হাই কমিশনার হিসেবে নয়, বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে আমি চাই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক।

 

বঙ্গবন্ধুকে গুলি করে হত্যার পর বিভিন্ন দেশে কূটনীতিকের চাকরি করেন নূর। ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এলে হংকং থেকে পালিয়ে কানাডায় চলে যান। ২০০৬ সালে শরণার্থী আবেদন নাকচ করে নূরকে দেশত্যাগের নির্দেশ দেয় কানাডা। কিন্তু দেশে ফিরলে মৃত্যুদণ্ড হবে জানিয়ে নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের একটি আবেদন করেন তিনি। আর এভাবেই কানাডার মৃত্যুদণ্ডবিরোধী অবস্থানের সুযোগ কাজে লাগান নূর।

 

0Shares

আরও খবর

Sponsered content