জেলার সংবাদ

কেরানীগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় যুবক  নিহত

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৩ , ৩:৪৬:১৭ প্রিন্ট সংস্করণ

20231116 154434

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মালবাহী ট্রাকের ধাক্কায় রিমন(৩৮) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত রিমন চুনকুটিয়া বেগুনবাড়ি ব্রিজের পার্শ্ববর্তী এলাকার আলিমুদ্দিনের ছেলে। দুই কন্যা সন্তানের জনক রিমন সদরঘাট হকার্স মার্কেটে তৈরি পোশাকের ব্যবসা করত। এ ঘটনায় ট্রাক চালক তাৎক্ষণিক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল পৌনে এগারোটায় ঢাকা মাওয়া হাইওয়ের লিঙ্ক রোড কদমতলী বেগুনবাড়ি ব্রিজের উপর এই ঘটনা ঘটে।
আরো পড়ুন: বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহজামান ঘটনা সততা নিশ্চিত করে জানান, সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

আরও খবর

Sponsered content