ধর্ম

রাস্তায় টাকা পয়সা অথবা মূল্যবান সামগ্রী কুড়িয়ে পেলে কি করবো?

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৩ , ৫:১২:৪৭ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20231114 170926

নিউজ ডেস্ক: রাস্তায় চলতে গেলে অনেক সময় টাকা পয়সা অথবা মূল্যবান সামগ্রী কুড়িয়ে পাওয়া যায়। পরবর্তীতে যিনি তা পেয়েছেন, তার বিপাকে পড়তে হয়। কুড়িয়ে পাওয়া টাকা অথবা সামগ্রী এখন কি করবেন। মসজিদে দান করবেন নাকি, নিজে নিয়ে নিবেন। অনেকের আবার ভ্রান্ত ধারণা আছে যে, কুড়িয়ে পাওয়া টাকার সমপরিমাণ টাকা একত্রে করে মসজিদ অথবা মাদ্রাসায় দান করতে হবে।

তবে সেক্ষেত্রে জেনে নেয়া যাক ইসলাম কি বলে।

রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকার পরিমাণ যদি এত কম হয় যে, মালিক তা আর অনুসন্ধান করবে না, তাহলে ওই টাকা কোনো দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিবেন।
আর যদি অনেক টাকা বা মূল্যবান কিছু পাওয়া যায়, তাহলে ওই জায়গা এবং আশপাশের মসজিদ, বাজার, স্টেশন ইত্যাদি জনসমাগমপূর্ণ স্থানে এই প্রাপ্তির ব্যাপারে ঘোষণা করার ব্যবস্থা করবেন। এভাবে যদি মালিকের খোঁজ পাওয়া যায়, তাহলে তাকে দিয়ে দিবেন। যথাযথভাবে ঘোষণা করার ব্যবস্থা করা, মালিকের অনুসন্ধানের যথাসাধ্য চেষ্টা করার পরও যদি মালিকের সন্ধান না পাওয়া যায় এবং বেশ কিছু দিন কেটে যায়, মালিকের সন্ধান আর পাওয়া যাবে না বলে প্রবল ধারণা হয়, তাহলে ওই সম্পদ সদকা করে দিতে হবে। যিনি পেয়েছেন, তিনি দরিদ্র ও সদকা গ্রহণের উপযুক্ত হলে নিজেও রেখে দিতে পারেন।

সেক্ষেত্রে কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দেওয়া যাবে না। মসজিদের নির্মাণ ও ব্যাবস্থাপনার ব্যায় সদকার খাত নয়।

0Shares

আরও খবর

Sponsered content