জেলার সংবাদ

ব্যালট বইয়ে অনবরত সিলমারা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলার নির্দেশ

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৩ , ৪:৩৯:৩৯ প্রিন্ট সংস্করণ

Img 20231114 163628

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতার ব্যালট বইয়ে ৫৭ সেকেন্ডে নৌকা প্রতীকে ৪৩টি সিল মারার ঘটনার তদন্তে সত্যতা পেয়ে ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়। পাশাপাশি তদন্তকালে ঘটনা জড়িত সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনসহ দুইজনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপনির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, লক্ষ্মীপুর-৩ আসনের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট বইয়ে অনবরত সিল মারার ঘটনাটি কমিশন তদন্ত করেছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাকে দিয়ে ঘটনাটি পৃথকভাবে তদন্ত করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে শনাক্ত করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য: লক্ষ্মীপুর-৩ (সদর) উপনির্বাচনে ব্যালট বইয়ে নৌকা মার্কায় অনবরত সিল মারার ভিডিও ভাইরাল নিয়ে ৬ নভেম্বর গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এতে ৭ নভেম্বর নির্বাচন কমিশন থেকে লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনের গেজেট প্রকাশ স্থগিত করা হয়। পরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাকে ঘটনাটি পৃথকভাবে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়।

 

 

আরও খবর

Sponsered content