প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৩ , ২:৩৮:৫০ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে বুধবার(১৫ নভেম্বর ) বিকেল পাঁচটায় বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকের পরই জাতীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।সেই লক্ষ্যে কঠোর গোপনীয়তা অবলম্বন করে তফসিল ঘোষণার সার্বিক কার্যক্রম সম্পন্ন করেছে ইসি।
গত বহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করার পর বঙ্গভবন থেকে বেরিয়ে সিইসি বলেছিলেন, “দ্রুত আমরা তফসিল ঘোষণা করব, কারণ সময় হয়ে গেছে। আর নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি, প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে, আমরা এখনও ওই অবস্থায় আছি।
নির্বাচন কমিশনের মুখপাত্র ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, কমিশনের ঘোষণা ছিল নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। সুতরাং প্রথমার্ধের (১৫ নভেম্বর পর্যন্ত) দিন যেহেতু সামনে আছে, আপনারা অপেক্ষা করুন।
একটি নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য থেকে জানা গেছে,আগামী ৬ অথবা ৭ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণার লক্ষ্যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচন ভবনে সব ধরনের দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে ইসি।