জেলার সংবাদ

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৩ , ৬:১৮:২৫ প্রিন্ট সংস্করণ

Images (42)

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের(২৫) লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এ সময় যুবকের পরনে ছিল সাদা ট্রাউজার ও ফুলহাতা গেঞ্জি। তবে গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

শনিবার দিবাগত মধ্যরাতে (৫ নভেম্বর) বুড়িগঙ্গা নদীর প্রথম সেতু পোস্তগোলা ব্রিজের পশ্চিম পাশে কার্নিভাল ক্রুজ ঘাটের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে আমরা রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি তবে চোখ দেখে বুঝা যাচ্ছে ছেলেটি অন্ধ হতে পারে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আশেপাশে থানাকে অবহিত করা হয়েছে।

আরও খবর

Sponsered content