প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৩ , ৬:০০:৫৫ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা):ঢাকার কেরানীগঞ্জে রবিবার (৫ নভেম্বর )সকাল সাতটায় অবরোধের সমর্থনে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক এলাকার নাজিরেরবাগে জামায়েত ইসলামী ঝটিকা মিছিল বের করে।দক্ষিণ কেরানীগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহিম মজুমদার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক জামায়াত কর্মী মিছিলে অংশগ্রহণ করে। পরে মিছিল থেকে রাস্তা অবরোধের চেষ্টা করা হলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে,তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ সেখান থেকে গোলাম রসুল,আলামিন ও জানআলী নামের তিন জামায়েত ইসলামী কর্মীকে আটক করেছে।
এর আগে গতকাল রাতে অভিযান চালিয়ে বিশেষ অভিযানে কোন্ডা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নবাব মিয়া( ৪৩) ও ইকুরিয়া পশ্চিম পাড়া এলাকা থেকে যুবদল নেতা মো: মুমিন (৩০) কে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ-জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,সকালে নাজিরেরবাগ এলাকায় জামায়াত ইসলামী মিছিল বের করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে । থানা এলাকার জনসাধারনের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা সর্বদা সক্রিয় রয়েছি।