নিউজ ডেস্ক:রাজধানীতে বিএনপির দ্বিতীয় দফায় ডাকা অবরোধে রবিবার (৫ নভেম্বর) দুপুরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে। ডিএমপির উত্তরা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত অভিযোগে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী মো. হাসানকে হাতেনাতে আটক করা হয়েছে।
ডিএমপি সহকারী কমিশনার (উত্তরা জোন) জ্যোতির্ময় সাহা বলেন, সকাল ৭টার দিকে অবরোধের সমর্থনে ৮/১০ জনের একটি দল মিছিল বের করে। সে সময় পুলিশে টহল দল ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হলে একটি বিস্ফোরিত হয়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।তখন পুলিশ ধাওয়া করে হাসান নামে একজনকে আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গাজীপুরের ছাত্রদলের সাবেক নেতা। তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য: সমাবেশ বানচালের প্রতিবাদে ২৯ অক্টোবর বিএনপি হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা ৩ দিনের অবরোধ কর্মসূচি দেওয়া হয়। পুনরায় আজ রবিবার থেকে আবারও ৪৮ ঘন্টা অবরোধ ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।