জেলার সংবাদ

কেরানীগঞ্জে পেট্রোল বোমা সহ যুবক আটক 

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৩ , ৪:০০:২৯ প্রিন্ট সংস্করণ

0Shares
Images (43)

কেরানীগঞ্জ (ঢাকা : ঢাকার কেরানীগঞ্জে বিএনপির ডাকা অবরোধে নাশকতার উদ্দেশ্যে সঙ্ঘবদ্ধ হওয়ার সময় পেট্রোল বোমা সহ লিটন (৩০) নামের এক যুবককে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। আটক লিটন দক্ষিন কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাউটাইল এলাকার চান মিয়ার ছেলে।

শনিবার (৫ নভেম্বর ) দিবাগত গভীর রাতে কোন্ডা ইউনিয়নের মোল্লা বাজার কুবুদ্ধির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তিনটি পেট্রোল বোমা ও বোমা তৈরির জন্য দুই লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ-জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল গভীর রাতে মোল্লা বাজার এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য বেশ কিছু বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরবর্তীতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পেট্রোল বোমা ও বোমা তৈরীর সরঞ্জামসহ একজনকে আটক করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

0Shares

আরও খবর

Sponsered content