জেলার সংবাদ

চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের ভিতর বাস প্রাইভেটকার সংঘর্ষ

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৩ , ১:২৪:৪৪ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20231104 011648

নিউজ ডেস্ক: কর্নফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রাইভেটকারটিকে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে টানেলের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে। বর্তমানে টানেলের ভেতর যানচলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সেতু কতৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটা দুর্ঘটনা হয়েছিল। আমাদের টিম দ্রুত উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর একপাশ দিয়ে যানচলাচল হয়েছে। বর্তমানে উভয় পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য:গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মেগা প্রকল্প টানেলের শুভ উদ্বোধন করেন। পরদিন (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে এটি জনসাধারণের যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

0Shares

আরও খবর

Sponsered content