প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৩, ১০:৫১ অপরাহ্ণ
কেরানীগঞ্জে অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জ বিএনপির ডাকা অবরোধের সমর্থনে মশাল মিছিল বের করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘুরিয়া,কোন্ডা ও শুভাঢ্যা ইউনিয়নে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অবরোধের সমর্থনে মশাল মিছিল বের করা হয়।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কোন্ডা ইউনিয়নের পানগাঁও এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো: জুয়েলের নেতৃত্বে,শুভাঢ্যা ইউনিয়নের মীরেরবাগ এলাকায় থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুনের নেতৃত্বে এবং তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর করেরগাঁও এলাকায় তেঘরিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর জমিদারের নেতৃত্বে এই মশাল মিছিল বের করা হয়। প্রতিটি মিছিলে ১০-১৫ জন নেতাকর্মী মশাল হাতে সরকার বিরোধী স্লোগান দিয়ে কয়েক মিনিটের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে যায়।
দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ-জামান জানান, এ ধরনের কোন মিছিলের খবর আমার জানা নাই। তবে যদি কেউ মিছিল বের করে থাকে এবং এতে জনগণের জানমালের কোন ক্ষয়ক্ষতি হয় তবে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।
All Copyright Reserved © newstoday24live.com - 2023