নিউজ ডেস্ক : বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনে ঢাকার কেরানীগঞ্জে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২ নভেম্বর ) সকাল সাড়ে ছয়টায় দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় (যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিস) ফাঁকা রাস্তায় কেরানীগঞ্জ থানা জামায়েত ইসলামী এই মিছিল বের করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহিম মজুমদারের নেতৃত্বে এ সময় ২০/২৫ জন কর্মী ঝটিকা মিছিলে অংশ নিয়ে সরকার বিরোধী স্লোগান দেয়। মিছিলটি ফ্লাইওভারের নিচ থেকে শুরু হয়ে ১০০ মিটার সামনে গিয়েই ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এ সময় মিছিল থেকে কোন যানবাহনে হামলাও ভাঙচুরের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে জানতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ-জামানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তা রিসিভ করেননি।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।