আইন-আদালত

আলোচিত সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী ৮ দিনের রিমান্ডে 

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ৭:২৭:১৬ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20231101 192500

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা বানিয়ে নয়া পল্টনে বিএনপি’র দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন কান্ডের মূল হোতা সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পল্টন থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন মীর। এ সময় তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রোববার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর পল্টন থানায় মহিউদ্দিন শিকদার নামে গোপালগঞ্জের একজন বাসিন্দা অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দী,বিএনপি নেতা ইশরাক হোসেন ও মিয়া আরেফীকে আসামি করে মামলা দায়ের করেন ।মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সাভার থেকে হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

 

0Shares

আরও খবর

Sponsered content