জেলার সংবাদ

বিএনপি’র অবরোধে রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন, আহত – ৩ 

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৩ , ২:২০:২৪ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20231031 Wa0012

নিউজ ডেস্ক: বিএনপি’র ডাকা তিন দিনব্যাপী অবরোধের প্রথম দিনই রাজধানীর কদমতলী থানার মুন্সিখোলা জোড়া গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বোরাক বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসটিতে প্রায় ৬০ জনের মত যাত্রী ছিল বলে জানিয়েছেন বাস চালক ইয়ার হোসেন।

বাস চালক জানান,সকালে নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকা থেকে ঢাকার দিকে যাওয়ার সময় (ঢাকা মেট্রো- ১৫ ১৪-৪৭) গাড়িটি পাগলা বাজারে থামে।পাগলা বাজার থেকে প্রায় ২০-৩০ জন যাত্রী নিয়ে মুন্সি খোলা জোড়া পাম্প সংলগ্ন মতিনের বালুর ঘাটের সামনে গেলে ৫০ থেকে ৬০ জনের একদল দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় যাত্রীরা তাড়াহুড়া করে গাড়ি থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে ।

বোরাক বাসের মালিক বিপ্লব জানিয়েছেন তার এই আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বাসটির প্রায় ৯৫% পুরে গেছেন এই বাসটি এখন আর বাসটি চলাচলের উপযোগী নয়।

কদমতলী থানার এস আই মেহেদী হাসান বলেন আগুন লাগানোর কয়েক মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসি, এ সময় পথযাত্রীদের নিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনি । ফায়ার সার্ভিস আসার আগেই আগুন, নিয়ন্ত্রণে চলে আসে।

0Shares

আরও খবর

Sponsered content