নিউজ ডেস্ক: মির্জা ফখরুল কে গ্রেফতারের পর বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার খোঁজে রয়েছে পুলিশ। এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসা ঘেরাও করেছে পুলিশ। তবে বাসায় আমীর খসরুকে না পেয়ে খালি হাতে ফিরেছে পুলিশ।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, রবিবার(২৯ অক্টোবর) সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসা ঘেরাও করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিতি হন। পরে তারা বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়ে, সেখানে তাকে না পেয়ে ফিরে এসেছেন।
এছাড়া রাত থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।পুলিশ বাড়ির প্রধান গেট ভাঙার চেষ্টা করছে। যে কোনো সময় ভেতরে ঢুকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে তুলে নিতে সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাজির হয়ে তাকে সেখান থেকে তুলে নেয় বলে জানিয়েছে বিএনপি।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।