জাতীয়

হরতালের আগে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৩ , ৭:৪৩:৩৭ প্রিন্ট সংস্করণ

Img 20231028 193940

নিউজ ডেস্ক: নয়া পল্টনের বিএনপির সমাবেশ থেকে আগামীকাল রবিবার সকাল সন্ধ্যা হরতাল ঘোষণার পর রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কাকরাইল, মালিবাগ ও কমলাপুরে এ ঘটনা ঘটে।

বিকেল সাড়ে ৪টার দিকে কমলাপুরে একটি বিআরটিসির বাসে ও মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের উপরে বলাকা পরিবহনের একটি বাসে এবং সন্ধ্যার সময় কাকরাইল মোড়ে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানার অফিসার ইনচার্জ আবুল হাসান কাকরাইল এলাকায় বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শুনেছি। তবে কে বা কারা আগুন দিয়েছে বিষয়টি তদন্ত চলছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে জানানো হয়েছে,বিকেলে মৌচাক ফ্লাইওভারে বলাকা বাসে ও কমলাপুরে বিআরটিসি বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। দাহ্য কোন পদার্থ দিয়ে আগুন লাগানো হয়েছে তাই খুব দ্রুতই আগুনে বাস দুটি সম্পূর্ণ পুড়ে গেছে।

 

আরও খবর

Sponsered content