প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৩ , ১১:০২:২৪ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা): রাজধানীতে বড় দুই দলের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথ কেরানীগঞ্জের প্রথম বুড়িগঙ্গা সেতুর হাসনাবাদ, দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর কদমতলী গোল চত্বর ও তৃতীয় বুড়িগঙ্গা সেতুর বসিলা এলাকায় পুলিশের চেকপোস্ট বসিয়ে চলছে ব্যাপক তল্লাশি। এ সময় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তল্লাশি চেকপোস্টে যানবাহনের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করা হচ্ছে।কদমতলী এলাকায় ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে এই চেকপোস্ট বসানো হয়েছে। সন্ধ্যার পর থেকে চেকপোস্টের পাশাপাশি সাঁজোয়াজান সহ অতিরিক্ত পুলিশের ব্যাপক মহড়া ও ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সরকারদলীয় সমর্থকরা বিভিন্ন স্থানে প্যান্ডেল টানিয়ে অবস্থান করে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার সকাল থেকেই ঢাকার প্রবেশ পথ গুলোতে চেকপোষ্টে ঢিলেঢালা ভাবে তল্লাশি করা হলেও সন্ধ্যার পর থেকে তা ব্যাপক আকারে করা হচ্ছে। যাত্রীবাহী বাস প্রাইভেটকার সিএনজি মোটরসাইকেলসহ কোন ধরনের গাড়িকেই চেকপোষ্টে থামতে হচ্ছে। একসঙ্গে তিন জনের বেশি চলাচল করলেই জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছে রাজধানীবাসীর নিরাপত্তার স্বার্থে ও দেশে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই এই নিরাপত্তা সতর্কতা পালন করা হচ্ছে।
এছাড়াও কেরানীগঞ্জ থেকে সদরঘাট পর্যন্ত নৌকা চলাচল বন্ধ রয়েছে। তবে সদরঘাট থেকে কেরানীগঞ্জ নৌকা চলছে। সরেজমিন দেখা যায়, বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ থেকে এ পার অর্থাৎ সদরঘাটে কোনো নৌকা আসছে না। তবে সদরঘাট থেকে কেরানীগঞ্জগামী যাত্রীরা সদরঘাটের ওয়াইজঘাট, শ্যাম বাজার ঘাট থেকে ওপারে যেতে পারছে। তবে এসময় বিশেষ অনুরোধে ওই পার থেকে দুই একটি নৌকা এপারে আসছে।
নৌকা মাঝিরা জানান, শনিবার সমাবেশ কেন্দ্র করে দুপুর থেকে কেরানীগঞ্জ থেকে সদরঘাট পর্যন্ত নৌকা চলাচল বন্ধ। ঘাট মালিকরা যাত্রীদের আসতে দিচ্ছে না,বলে পুলিশের নিষেধ রয়েছে।