জাতীয়

সমাবেশে বাধা দিলে তার দায়িত্ব সরকারকেই বহন করতে হবে:মির্জা ফখরুল

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৩ , ২:৫৩:০৫ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20231027 144954

নিউজ ডেস্ক: আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই, সমাবেশে কোন বাধা দিলে তার দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল।

এ সমাবেশ ঘিরে রাতভর অভিযান চালিয়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন,  প্রধানমন্ত্রী ব্রাসেলসে বলছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু দেশে রাতভর অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ। নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা দিচ্ছে যেনো নির্বাচনে অংশ নিতে না পারে।

তিনি আরো বলেন, সরকার দেশের মানুষকে জিম্মি করছে, বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে। তারা পরপর দুটি নির্বাচনকে প্রহসনের নির্বাচন করে বেআইনিভাবে ক্ষমতায় এসে জোর করে বসে আছে। তারা পুরো রাষ্ট্রকাঠামোকে দলীয়ভাবে ব্যবহার করছে।সবাই চাচ্ছে সরকারকে বিদায় করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। কেননা দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না তা প্রমাণিত।

নির্বাচনী ব্যবস্থাকে কেন্দ্র করে সংকট তৈরি হয়েছে, তা নিরসনে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, তা না হলে সংকট নিরসন সম্ভব নয়। এ জন্য সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করতে হবে’, দাবি করেন বিএনপি মহাসচিব।

 

 

 

0Shares

আরও খবর

Sponsered content