কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে মারিয়া (১৮) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মারিয়া নওগার পত্নীতলা উপজেলার ঘোষপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে। সে বড় বোনের সাথে কেরানীগঞ্জের মডেল টাউনে ভাড়া বাসায় থাকত এবং আজিমপুর গার্লস কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।
বৃহস্পতিবার(২৬ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী মডেল টাউন এলাকার বি ব্লকের ২নং গলির ১৯৩ নম্বর বাড়ির চতুর্থ তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বড়বোন রহিমা জানান, স্বামী ও ছোট বোনকে নিয়ে মডেল টাউনে ভাড়া বাসায় থাকত। তার স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর তারা তিন মাস আগে সাবলেটে এই বাসায় ভাড়ায় উঠে। সে প্রতিদিন সকাল ৯ টায় বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোচিং করতে ফার্মগেট যায় এবং মারিয়া কলেজে যায়। কলেজ বন্ধ থাকায় আজ সকালে যাবার সময় বোনকে ঘুমে রেখে যায়। পরবর্তীতে দুপুরে আবার ভাত খেয়েছে কিনা এ নিয়ে মোবাইলে কথা হয়। পরে সন্ধ্যার সময় সাবলেটে থাকা লোকেরা জানায় তার বোন ঘরের ভেতর দরজা বন্ধ করে আছে। তারপর দ্রুত বাসায় এসে সন্ধ্যা সাড়ে সাতটায় স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে দেখি আমার বোন ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মধ্যে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।