জাতীয়

নাশকতা ঠেকাতে রাজধানীতে প্রবেশপথে র‍্যাবের তল্লাশি

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৩ , ৬:২৮:২০ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20231026 182052

নিউজ ডেস্ক: আগামী ২৮ শে অক্টোবরের রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে কোন ধরনের নাশকতা সহ অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি এড়াতে ঢাকার প্রবেশ পথ গুলোতে সতর্কতামূলক চেক পোস্ট বসিয়েছে র‍্যাব- ১০।

বৃহস্পতিবার বিকেলে র‍্যাব ১০ অধিনায়ক এডিশন্যাল ডিআইজি ফরিদ উদ্দিনের নেতৃত্বে কেরানীগঞ্জের হাসনাবাদে পোস্তগোলা সেতু এলাকায় এই চেকপোস্ট বসানো হয়। এ সময় দক্ষিণবঙ্গ থেকে পদ্মা সেতু হয়ে আসা বিভিন্ন যাত্রীবাহী বাস সহ প্রাইভেটকার সিএনজি মোটরসাইকেল থামিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ ও সন্দেহজনক গাড়িতে তল্লাশি করা হয়।

তল্লাশি চলাকালীন সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে র‍্যাব ১০ অধিনায়ক এডিশনাল ডিআইজি ফরিদ উদ্দিন বলেন জনগণের জালমালের নিরাপত্তার স্বার্থে এই চেকপোস্ট বসানো হয়েছে। আগামী শনিবার দেশের দুটি বড় রাজনৈতিক দলের মহাসমাবেশ রাজধানীতে অনুষ্ঠিত হবে।রাজনৈতিক সভা-সমাবেশ কে কেন্দ্র করে তৃতীয় কোন শক্তি যেন কোন ধরনের নাশকতা করে দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্য আমরা কাজ করছি। চেকপোষ্টের পাশাপাশি আমাদের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

 

0Shares

আরও খবর

Sponsered content