আন্তর্জাতিক

আল-আকসায় মুসলমান প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরাইলি পুলিশ।

  প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৩ , ৬:০৬:১৯ প্রিন্ট সংস্করণ

0Shares
Images (40)

নিউজ ডেস্ক:মুসলমানদের প্রথম কেবলা মুসলিম বিশ্বের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান আল-আকসা মসজিদে মুসলমান প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরাইলি পুলিশ।

ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত মসজিদটিতে মুসলমান ধর্মালম্বীদের প্রবেশ করতে দিচ্ছে না তারা। পবিত্র স্থানটির দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ বিভাগের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ডব্লিউএএফএ।

গণমাধ্যমটি জানায়, ইসরাইলের পুলিশ কর্মকর্তারা হঠাৎ করে দেওয়ালে ঘেরা প্রাঙ্গণের দিকে যাওয়ার সমস্ত গেইট বন্ধ করে দেয়। পবিত্র মসজিদটির প্রাঙ্গণে মুসলমান ছাড়াও যেকোনো ধর্মের মানুষ যেতে পারেন।ইহুদি উপাসকদের প্রার্থনা করার অনুমতি দেওয়া হলেও মুসলমানদের প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য: ইসরাইল – ফিলিস্তিনি যুদ্ধ শুরুর পর থেকে টানা তিন সপ্তাহ ফিলিস্তিনি মুসলমানদের আল- আকসায় জুম্মার নামাজ আদায়ে বাঁধা দেয়া হয়েছে।

 

0Shares

আরও খবর

Sponsered content