জাতীয়

ঢাকার সকল প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাবে র‌্যাব‌

  প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৩ , ৪:০৫:৪৬ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20231025 160317

নিউজ ডেস্ক: রাজধানীতে আগামী ২৮ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় ঢাকার সকল প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাবে র‌্যাব‌।নাশকতার জন্য কেও যাতে সমাবেশে আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য নিয়ে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে এই তল্লাশি কার্যক্রম চালানো হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বুধবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ।দেশের রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করবে এটিই স্বাভাবিক। তবে সম্প্রতি দেখা যাচ্ছে, শান্তিপূর্ণভাবে সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল কোনো ধরনের নাশকতা বা সহিংসতা করতে না পারে।এসব পরিস্থিতি নিয়ন্রণে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে নগরবাসীকে সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত র‌্যাব।

তিনি আরো বলেন,২৮ অক্টোবর বেশ কয়েকটি দল সমাবেশের অনুমতি চেয়েছে, সমাবেশ কোথায় হবে সেটির অনুমতি ডিএমপির এখতিয়ারভুক্ত জানিয়ে র‌্যাবের মুখপাত্র বলেন, এলিট ফোর্স র‌্যাবের মূল ম্যান্ডেট জনগণের নিরাপত্তা দেওয়া। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা দেওয়ার জন্য র‌্যাব দায়িত্ব পালন করে যাবে।

জামায়াত ইসলামীকে সমাবেশের অনুমতি দেয়া হবে কিনা এটা ডিএমপি দেখবে। যদি অনুমতি দেওয়া না হয় এবং জামায়াত সমাবেশ করার চেষ্টা বা নাশকতার চেষ্টা করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

0Shares

আরও খবর

Sponsered content