জাতীয়

ভৈরবে যাত্রীবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ২৩

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৩ , ১০:১৪:২৫ প্রিন্ট সংস্করণ

Img 20231023 215919

নিউজ ডেস্ক: ভৈরবে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী এগারোসিন্ধুর এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।ভৈরব বাজার ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মোশাররফ সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন।এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত র‌্যাব ও বিজিবি উদ্ধার কাজে যোগ দিয়েছে।

সোমবার  (২৩ অক্টোবর) বিকালে উপজেলার জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনায় এগারসিন্দুর এক্সপ্রেসের কয়েকটি বগি যাত্রীসহ উল্টে যায়।

এতে অনেক মানুষ ট্রেনের নিচে চাপা পড়ে,উল্টে থাকা কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় আটকা পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধারে নামে। কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাকবলিত ট্রেনে থাকা যাত্রীদের স্বজনরা ঘটনাস্থলে হাজির হলে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীদের অভিযোগ, স্টেশন মাস্টারের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এনামুল হক বলেন, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে ভৈরব থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। পরে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ১০টি ইউনিট উদ্ধার কাজে যোগ দেয়। এ ছাড়া ঢাকা থেকে একটি বিশেষ ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে ।দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

আরও খবর

Sponsered content