জাতীয়

বঙ্গোপসাগের নিম্নচাপ ‘হামুন’,দেশে ঘূর্ণিঝড়ে রূপে আঘাত হানতে পারে

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৩ , ৭:৪৬:০০ প্রিন্ট সংস্করণ

Img 20231022 194015

নিউজ ডেস্ক: বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন। বৃহস্পতিবার দেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। তবে এটি এখনও বঙ্গোপসাগের নিম্নচাপ আকারে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে নিম্নচাপের প্রভাবে উপকূলে আজ থেকেই বৃষ্টি শুরু হতে পারে।

রোববার (২২ অক্টোবর) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে বলা হয়, আগামীকাল সোমবার গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

স্যাটেলাইটে দেখা যাচ্ছে নিম্নচাপ হামুন এর গতিপথ

 

তিনি আরো জানান,নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৩৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এ সময় সব সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।নিম্নচাপ নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে মোড় নিয়ে বাংলাদেশের স্থলভাগের দিকে মুখ ঘুরাতে পারে। নিম্নচাপটি এখন খুবই ধীর গতিতে এগোচ্ছে,তবে হঠাৎ গতি বেড়ে যেতে পারে। অনেক সময় বসে থাকে, আবার ৬/৭ কিলোমিটার আবার কখনো ১৫/২০ কিলোমিটার গতিতে এগোয়। মূলত পারিপার্শ্বিক অবস্থান ওপর নির্ভর করে কী গতিতে সে এগোবে।
তবে ‘হামুন’ খুব বেশি শক্তিশালী হওয়ার সম্ভবনা আপাতত নেই।এটি একটি সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে আগামী ২৬ অক্টোবর বাংলাদেশের খুলনা-বরিশাল ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।

 

 

আরও খবর

Sponsered content