জাতীয়

বিএনপির কর্মসূচিকে ঘিরে রাস্তাঘাট বন্ধ করা হবে কিনা : পিটার হাস

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৩ , ৬:৫৩:৩৩ প্রিন্ট সংস্করণ

Img 20231022 185307

নিউজ ডেস্ক: বিএনপির ২৮ অক্টোবরের কর্মসূচিকে ঘিরে সরকার ঢাকায় প্রবেশের সব রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

রবিবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ বিষয়টি জানতে চান।

বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন জানান,বৈঠকে রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বিএনপি যে একটি বিরাট কর্মসূচি দিয়েছে সেখানে অনেক লোক নিয়ে আসবে,অতীতের মত আপনারা রাস্তাঘাট বন্ধ করে দেবেন কি না,

জবাবে মন্ত্রী জানিয়েছে,আমরা বলেছি ওই ধরনের কোনো প্রোগ্রাম আমাদের নেই। আমরা মনে করি, তারা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে করবেন। কর্মসূচি যদি তারা শান্তিপূর্ণভাবে পালন করেন, তবে আমাদের কিছু বলার নেই।

উল্লেখ্য: ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির জনসভা ও বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে।

আরও খবর

Sponsered content