জেলার সংবাদ

নৌকা মার্কায় জনগণকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে উঠান বৈঠক

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৩ , ৭:২১:০০ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20231021 190050

কেরানীগঞ্জ (ঢাকা) :ঢাকা-২ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকা মার্কায় জনগণকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) বিকেলে শ্যামলাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।
এ সময় প্রধান অতিথি বর্তমান সরকারের আমলে ভাকুর্তা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান।
ঢাকা জেলা (উত্তর) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাজি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য শাহ-নেওয়াজের সঞ্চালনায় বৈঠকে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাকুর হোসেন সাকু, উপদেষ্টা সদস্য এম.এ গফুর, ভাকুর্তা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

0Shares

আরও খবর

Sponsered content