জাতীয়

২৮ অক্টোবর সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন:ডিএমপি কমিশনার

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৩ , ৩:৪৬:৪৪ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20231021 154436

নিউজ ডেস্ক: বিএনপির ডাকা কর্মসূচির আড়ালে আগামী ২৮ অক্টোবর সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

মেট্রো রেলের নিরাপত্তায় দায়িত্ব পাওয়া এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন শেষে শনিবার (২১ অক্টোবর) দুপুরে উত্তরা উত্তর মেট্রো স্টেশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর প্রায় আড়াই কোটি লোকের তছসন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে।গুজবকে উড়িয়ে দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা আমরাহহ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।ঢাকাসহ সারা দেশের মানুষ গুজবের বিরুদ্ধে সচেষ্ট থাকবে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।আমাদের পুলিশের গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা কাজ করছে। যে কারো ব্যাপারে সহিংসতা তথ্য যদি আমরা পাই তবে ব্যবস্থাগ্রহণ করব৷

তিনি আরো বলেন, ২০১৩/১৪ সালে এ রকমই অপতৎপরতার চেষ্টা করা হয়েছিল। সেটি কেবল ঢাকা নয়, সারা দেশেই করা হয়েছিল। তখন বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষকে সাথে সঙ্গে প্রতিহত করেছে, পরাজিত হয়েছে সন্ত্রাসীরা। আগামীতে এ ধরনের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণ ও পুলিশ এক সাথে হয়ে প্রতিহত করা হবে।

0Shares

আরও খবর

Sponsered content