প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৩ , ১১:৩২:৩২ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ শুরুর পর আজ তৃতীয়বারের মতো ফিলিস্তিনিদের আল-আকসায় জুম্মার নামাজ আদায় করতে দেয়নি ইসরাইলি বাহিনী।আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দেওয়ায় কয়েক হাজার ফিলিস্তিনি মুসলমান জেরুজালেমের রাস্তায় নামাজ আদায় করছে।
জেরুজালেমের ওয়াকফ বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ইসরায়েলি পুলিশ শুধু ৬৫ বছরের বেশি বয়সী ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশ করতে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,শুক্রবার সকাল থেকে ওল্ড সিটি ও মসজিদের দিকে যাওয়ার গেটগুলো সহ অধিকৃত পূর্ব জেরুজালেমজুড়ে ইসরায়েলি বাহিনীকে ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে। তাই ফিলিস্তিনি মুসলমানেরা মসজিদে প্রবেশ করতে না পেরে আল-আকসা মসজিদের আসেপাশের গলিগুলোতে নামাজ পড়তে বাধ্য হয়েছে।
উল্লেখ্য:৭ অক্টোবর থেকে ইসরায়েলে বোমাবর্ষণ ও অবরোধ আরোপের মাধ্যমে গাজায় সংঘাত শুরু হয়। হামাস ইসরায়েলে অনুপ্রবেশ করে এবং নজিরবিহীন হামলা চালায়। এরপর ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুগুলোতে হামলা শুরু করে।