বিনোদন

বস্তা ভর্তি কয়েন নিয়ে আইফোন কিনতে এসেছেন ভিক্ষুক

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৩ , ১১:৩২:৫৯ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20231017 233150

ডেস্ক নিউজ: আইফোন ১৫ প্রো কিনতে এসেছেন এক ভিক্ষুক। হাতে পায়ে কালি মাখানো,পরনে নোংরা জামাকাপড় নিয়ে আইফোনের দাম জিজ্ঞেস করতেই খানিকটা চমকে যান দোকানের কর্মীরা। দামদর শেষে মেমো প্রস্তুত করে এক বস্তা কয়েন বের করেন তিনি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা ফেলেছে।

সম্প্রতি ভারতের রাজস্থানের জোধপুরে এমন ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়,যিনি ভিক্ষুকের বেশে আইফোন কিনতে এসেছিলেন, তিনি পেশায় একজন ইউটিউবার। এক্সপেরিমেন্ট কিং নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। সেখানে নানা ধরনের পরীক্ষামূলক ঘটনার ভিডিও বানিয়ে আপলোড করেন তিনি। আইফোন ১৫ বাজারে আসার পর হইচই দেখে ওই যুবক , একটি মজার ভিডিও বানানোর পরিকল্পনা করেন।

এরপর ভিক্ষুকের ছদ্মবেশ ধরে তিনি সোজা চলে যান একটি ফোনের দোকানে। প্রথমে তাঁকে ঢুকতে দিতে দোকানের কর্মীরা ইতস্তত করছিলেন। এরপর দোকানে গিয়ে কাঁধে থাকা বস্তা খুলে দেখান ওই যুবক। এতে রয়েছে লাখ টাকার বেশি কয়েন। সেই কয়েন দিয়েই তিনি আইফোন ১৫ কিনতে চান। খুচরা পয়সার বিনিময়ে আইফোন বিক্রি করতে প্রথমে রাজি ছিলেন না বিক্রেতারা। অনেক অনুরোধের পর দোকানের সব কর্মীরা মিলে সেই কয়েন গোনা শুরু করেন। লাখ টাকার বেশি খুচরা পয়সা নিয়ে, নতুন আইফোন ১৫ প্রো যুবকের হাতে তুলে দেন দোকান মালিক। পুরো ঘটনাটি ভিডিও করে ইউটিউবে আপলোড দেন ওই যুবক। পরে অবশ্য দোকানিকে যুবক বিস্তারিত ঘটনা খুলে বলেন

কেন এ ধরনের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দিলেন এমন প্রশ্নের জবাবে তাঁর বার্তা হলো, আইফোন কেন শুধু বড়লোকরা কিনবে, পয়সা দিলে ভিক্ষুকও আইফোন কিনতে পারে। সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে দোকানদারদের সমান ব্যবহার করা উচিত। ভাইরাল ওই ভিডিও দেখে অনেকেই যুবকের প্রশংসা করেছেন ।

 

 

 

 

 

 

 

 

 

0Shares

আরও খবর

Sponsered content