প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৩ , ৭:১৬:২৯ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা): শারদীয় উপলক্ষে ঢাকা-২ আসনের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পূজার উপহার বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কামরুল ইসলাম (এমপি)।
মঙ্গলবার বিকেলে উপহার বিতরণ উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানার খগাইল এলাকায় মডেল থানা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এডভোকেট কামরুল ইসলাম ৯০ টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে নতুন পোশাক তুলে দেন। পরে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অবশ্যই হিসেবে স্থানীয় এলাকাবাসীদের মাঝে লিফলেট বিতরণ করে।
এতে অন্যান্যের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সহ-সভাপতি শফিউল আলম বারকু, সাধারণ সম্পাদক আলতাব হোসেন বিপ্লব, শাক্তা ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়ামিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।