নিউজ ডেস্ক:শারদীয় দুর্গোৎসবে ক্ষমতাসীন দল গুজব ছড়িয়ে উস্কানি অথবা হামলা করে অন্যের উপর দোষ চাপিয়ে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট।
রবিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘আসন্ন শারদীয় দুর্গা উৎসব ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের নীল নকশা; দেশবাসীকে সজাগ থাকার আহ্বান’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের চেয়ারম্যান বিজন কান্তি সরকার।
বিজন কান্তি সরকার অভিযোগ করে বলেন,নির্বাচন সামনে রেখে দুর্গোৎসবকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃবৃন্দ উসকানিমূলক বক্তব্য প্রদান করছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কয়েক দিন আগে বলেছেন, আমার ভয় হচ্ছে, এদের ওপর না আক্রমণ হয়। তার ভয় হওয়ার পরের দিনই আক্রমণ হয়েছে।কুমিল্লার এমপি বাহার উদ্দিন বাহার আমাদের দুর্গোৎসবকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছে। আমরা যখন প্রতিবাদ করতে দাঁড়িয়েছে, তখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আক্রমণ করেছে।আওয়ামী লীগ বিপদে পড়লে সংখ্যালঘুদের ব্যবহার করে, আর ব্যবহার শেষ হলে আক্রমণ করে।
তিনি আরো বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে অতীতেও অনেক ঘটনা ঘটানো হয়েছে। সবই রাজনৈতিক কারণে হয়েছে,এবারও আমরা এমন আশঙ্কা করছি।’ সবাই সতর্ক থাকবেন। প্রয়োজনে মণ্ডপে পাহারায় থাকবেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব এস এন তরুণ দে, সহসভাপতি রমেশ দত্ত, নারী ও শিশুবিষয়ক সম্পাদক বৃতা দত্ত, সিনিয়র উপদেষ্টা তপন মজুমদার, ঢাকা মহানগরের আহ্বায়ক হৃদয় চন্দ্র ঘোষ, সহকারী সচিব মৃণাল কান্তি বৈষ্ণব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।