জাতীয়

তিন কোটি ভারতীয় ডিমের চালান বাজারে প্রবেশ করছে:বাণিজ্যমন্ত্রী

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৩ , ৬:৩২:৪১ প্রিন্ট সংস্করণ

Download (6)

নিউজ ডেস্ক: ডিমের দাম নিয়ন্ত্রণে আমদানি করা ভারতীয় ডিমের প্রথম চালান আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই দেশের বাজারে প্রবেশ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ চালানে প্রায় ৩ কোটি ডিম আসবে দেশে আসার কথা রয়েছে।

রোববার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি এলাকার টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনের পর তিনি এ তথ্য জানান ।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমদানি প্রক্রিয়ায় কিছু জটিলতার কারণে ডিম আনতে দেরি হয়েছে। ১৫ প্রতিষ্ঠানের মধ্যে এখন পর্যন্ত ৭টি ঋণপত্র খুলেছে।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, উৎপাদন ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে আলু ও ডিমের নির্ধারিত দাম কার্যকর করা যাচ্ছে না।ভারতীয় পেঁয়াজের ওপর ৪০ শতাংশ শুল্ক বৃদ্ধির কারণে পেঁয়াজের দরও কার্যকর হচ্ছে না। তবে বাজারে নির্ধারিত দরে মিলছে সয়াবিন তেল।

 

 

 

 

 

 

আরও খবর

Sponsered content