জাতীয়

তিন কোটি ভারতীয় ডিমের চালান বাজারে প্রবেশ করছে:বাণিজ্যমন্ত্রী

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৩ , ৬:৩২:৪১ প্রিন্ট সংস্করণ

0Shares
Download (6)

নিউজ ডেস্ক: ডিমের দাম নিয়ন্ত্রণে আমদানি করা ভারতীয় ডিমের প্রথম চালান আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই দেশের বাজারে প্রবেশ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ চালানে প্রায় ৩ কোটি ডিম আসবে দেশে আসার কথা রয়েছে।

রোববার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি এলাকার টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনের পর তিনি এ তথ্য জানান ।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমদানি প্রক্রিয়ায় কিছু জটিলতার কারণে ডিম আনতে দেরি হয়েছে। ১৫ প্রতিষ্ঠানের মধ্যে এখন পর্যন্ত ৭টি ঋণপত্র খুলেছে।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, উৎপাদন ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে আলু ও ডিমের নির্ধারিত দাম কার্যকর করা যাচ্ছে না।ভারতীয় পেঁয়াজের ওপর ৪০ শতাংশ শুল্ক বৃদ্ধির কারণে পেঁয়াজের দরও কার্যকর হচ্ছে না। তবে বাজারে নির্ধারিত দরে মিলছে সয়াবিন তেল।

 

 

 

 

 

 

0Shares

আরও খবর

Sponsered content