জেলার সংবাদ

বাসর ঘরের পাশেই কবর দেয়া হল অংশুমানকে

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৩ , ৩:০৭:০০ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20231015 wa0018

নিউজ ডেস্ক: নিজের বিয়ের বৌভাতের জন্য মার্কেটিং করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা নিহত অর্কপ্রিয় হোসেন অংশুমানের (২৫) লাশ দাফন করা হয়েছে নিজেদের বাড়ির ভেতরে থাকা পারিবারিক কবরস্থানে। অংশুমান আগের দিন রাতে বাসর করেছিলেন রুহিতপুর কাঁচা গ্রামের সৌদি আরব প্রবাসী আমির হোসেবে মেয়ে আফরিন আক্তারের সাথে। তার ঠিক একদিন পরেই বাসর ঘরের পাশেই তার জন্য কবর খোঁড়া হলো। অংশুমান কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কাঁচা এলাকার নাসিম হোসেন অপুর পুত্র এবং ভাষা সৈনিক মরহুম এমদাদ হোসেনের নাতী। সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিল।

জানা গেছে গত ১৩ই অক্টোবর শুক্রবার ঘটা করে বিয়ে হয় একই গ্রামের বাসিন্দা অংশুমান ও আফরিন আক্তারের। পরদিন ১৪ অক্টোবর শনিবার ছিলো বৌ ভাত, বাড়িতে ছিলো উৎসবের আমেজ, বৌ ভাত প্রীতি অনুষ্ঠানের কিছু মার্কেটিং বাকি থাকায় নিজেই মোটরসাইকেল নিয়ে চলে যান এলিফ্যান্ট রোডে। ফেরার পথে আব্দুল্লাহপুর বাঘাশুর এলাকায় মাহেন্দ্র গাড়ি সাথে সজোরে ধাক্কায় অর্কপ্রিয় হোসেন অংশুমান মারাত্মকভাবে আহত হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা অর্ককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে চারটায় পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্ত শেষে শনিবার রাতেই রুহিতপুরের বাড়ীতে পৌঁছালে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। বাবা-মা আত্মীয়-স্বজনের কান্নার রোল পড়ে যায়। রাত পৌনে ১২ টায় রামেরকান্দাস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ বাড়ির ভেতরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত দিতে করা হয়।

0Shares

আরও খবর

Sponsered content