আইন-আদালত

কেন্দ্রীয় কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঢামেকে মৃত্যু 

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৩ , ১:১৭:১১ প্রিন্ট সংস্করণ

1644562484.image 304127 1588580831

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক শাহ আলম কাজী (৪৩) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত শাহ আলম বাগেরহাটের মোল্লারহাট থানার উত্তরকান্দি উদয়পুর গ্রামের কাজী জিনাত আলির ছেলে।
শনিবার (১৪ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ২য় তলার ২১৮ নম্বর ওয়ার্ডে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের লাশ মর্গে রাখা হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান,শাহ আলম একটি মামলায় আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী ছিল। আজ বিকেল চারটার দিকে সে কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
#

আরও খবর

Sponsered content