অপরাধ

কারাগারের শিক ভেঙে পালিয়েছে আসামি, দুই পুলিশ বরখাস্ত

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৩ , ১২:১৪:৪৭ প্রিন্ট সংস্করণ

0Shares
Images (34)

নিউজ ডেস্ক: থানা হাজতের রড ভেঙ্গে পালিয়েছে এক মোবাইল চোর। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায়। ওই চোরের নাম হৃদয় মিয়া ওরফে গিট্টু (১৬)। শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সরাইল থানায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থানার ডিউটি অফিসার ও এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল ইসলাম।

পলাতক আসামি হৃদয় ময়মনসিংহের বাবুল মিয়ার ছেলে। তবে বর্তমানে জেরার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে নানা বাড়িতে থাকতে।তার বিরুদ্ধে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও আমতলী বাজারে একাধিক চুরির অভিযোগ।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন,গত বৃহস্পতিবার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় মোবাইল চুরি করার সময় স্থানীয় জনতা হাতেনাতে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে সরাইল থানার হাজতে রাখা হয়।

তিনি আরও জানান, গতকাল (১৩ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় মামলার এজাহার লেখার সময় আসামি হৃদয় হাজতের বাথরুমের দিকে দরজার গ্রিল ভেঙে রড বাঁকা করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ডিউটি অফিসার এসআই শাহীন পারভেজ ও কনস্টেবল রোকসানা আক্তারকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।

আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সরাইল থানার ডিউটি অফিসার এসআই শাহীন পারভেজ বাদী হয়ে একটি মামলা করেছেন। গেলো ২৮ ঘন্টায় পার হলেও পুলিশ থাকে গ্রেফতার করতে পারেনি। সে এখনও পলাতক আছে

0Shares

আরও খবর

Sponsered content