কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে মাহেন্দ্র গাড়ির ধাক্কায় অর্কপ্রিয় হোসেন অংশুমান (২৫) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। অর্কপ্রিয় কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর গ্রামের অপু মিয়ার ছেলে। গতকাল তার বিয়ে হয়েছিল, আজ ছিল বৌভাত।
শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের বাঘাসুর খান বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে চারটায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর অর্ককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা বন্ধু রাহাত বলেন, গতকাল শুক্রবার অংশুমান বিয়ে করেছিল। আজ শনিবার তাঁর নিজ বাসভবনে বৌভাতের অনুষ্ঠানের আয়োজন চলছিল। ওই অনুষ্ঠানের কিছু মালপত্র কেনার জন্য সে নিজেই মোটরসাইকেল চালিয়ে ঢাকার এলিফ্যান্ট রোড যায়। ফেরার পথে বেলা তিনটার দিকে বাঘাসুর খান বাড়ির মেইন রোডে একটি মাহেন্দ্র গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ-জামান জানান, জানতে পেরেছি দুর্ঘটনার সময় নিহতের মোটরসাইকেলের গতি অতিরিক্ত থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতের বাড়িতে বিস্তারিত খোঁজখবর নেয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।