জাতীয়

খালেদা জিয়া অসুস্থ,ছেলে মা’কে দেখতে দেশে আসে না কেন: প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৩ , ৮:৩৬:৫৬ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20231014 203459

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,খালেদা জিয়া এত অসুস্থ, তবু তাঁর ছেলে মা’কে দেখতে দেশে আসে না কেন? চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে অনশন করছে বিএনপি, কিন্তু বিদেশে তাঁকে দেখবে কে?শনিবার বিকেলে রাজধানীর কাওলা মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে এমন প্রশ্ন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন,খালেদা বিএনপি-জামায়াতের জন্ম হয়েছে হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে। তারা দেশ ও জনগণের ভালো দেখতে পারে না। ‘জিয়া-এরশাদ-খালেদা এ দেশের মানুষের ভাগ্য পরির্বতনে কোনো অবদান রাখেনি। বাংলাদেশকে ৫ বার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছে বিএনপি। তাদের দুর্নীতি-মানি লন্ডারিং, হত্যার কারণেই দেশে জরুরি অবস্থা এসেছিল।’

সরকার প্রধান জানান, পুরো ঢাকা ঘিরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করবে আওয়ামী লীগ সরকার। সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন হয়েছে। বিগত সরকারগুলো কিছুই করেনি।

এসময় প্রধানমন্ত্রী মজুতদারদের চিহ্নিত করার নির্দেশ দেন। বলেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

রাজধানীর কাওলা মাঠে আওয়ামী লীগের জনসভা সফল করতে সকাল থেকেই মাঠে জড়ো হন হাজার হাজার নেতা–কর্মীরা। পুরো এলাকা উৎসবের আমেজে পরিনত হয়। রাস্তার মোড়ে মোড়ে ব্যানার ফেস্টুনে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে।গত শনিবার এই জনসভা হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে সেটি স্থগিত করা হয়।

 

 

 

0Shares

আরও খবর

Sponsered content