জাতীয়

জুস খেয়ে অনশন ভঙ্গ করলেন মির্জা ফখরুল

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৩ , ৭:৩৬:১৯ প্রিন্ট সংস্করণ

Img 20231014 193558

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে গণঅনশন কর্মসূচি পালন শেষে মির্জা ফখরুলকে জুস খাইয়ে অনশন ভাঙালেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অনশন শুরু হয়। এরপর দুপুর ২টায় তিন ঘন্টা অনশন শেষ জুস খেয়ে অনশন ভঙ্গ করেন।

এ সময় অনশনে অংশ নেয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতাদের জুস খাইয়ে অনশন ভাঙান অধ্যাপক মাহবুব উল্লাহ এবং আনোয়ার হোসেন।

অনশন চলাকালীন বক্তব্যে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আজীবন ত্যাগ স্বীকার করেছেন,খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পাবে।

কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা বেগম, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, রুহুল কবির রিজভী,

আবদুল আউয়াল মিন্টু,খায়রুল কবির খোকন,আতাউর রহমান ঢালী, ডা. ফরহাদ হালিম ডোনার, , সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

 

আরও খবর

Sponsered content